উদ্ভিদের গঠনগত অঙ্গসংস্থান

Show Important Question


21) নিচের কোনটি প্রকৃত ফল নয় ?
A) খেজুর
B) কুল
C) আপেল
D) আঙুর

22) একবীজপত্রী ও দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাৎ হল --
A) একবীজপত্রী ফুল দ্বিবীজপত্রী থেকে বড়
B) একবীজপত্রী ফুলের গন্ধ থাকে না
C) একবীজপত্রী ফুলের মধুথলি থাকে না
D) একবীজপত্রী ফুল বর্ণময় হয় না

23) নিম্নলিখিত কোন কলাটিতে সব থেকে বড় আন্তঃকোষীয় স্থান থাকে?
A) জাইলেম
B) ফ্লোয়েম
C) প্যারেনকাইমা
D) কোলেনকাইমা

24) উড ফাইবার কোনটির উপাদান –
A) ট্রাকিড
B) ট্রাকিয়া
C) জাইলেম তন্তু
D) ফ্লয়েম তন্তু

25) বর্জ্য পদার্থ যুক্ত প্যারেনকাইমা কোষ কে বলা হয়--
A) ক্লোরাইড
B) ইডিওব্লাস্ট
C) তার আকৃতি প্যারানকাইমা
D) কোনোটিই নয়

26) গাছের রান্নাঘর বলা হয়
A) কান্ডকে
B) পাতাকে
C) মূলকে
D) প্রশাখাকে

27) ফুলের যে অংশটা ফলে পরিণত হয় সেটা হল
A) বৃতি
B) ডিম্বাশয়
C) দলমন্ডল
D) কোনোটিই নয়

28) নিচের কোন ফলটি প্রকৃত ফল নয়?
A) খেজুর
B) কলা
C) নেসপাতি
D) আম

29) নিচের কোনটি ফল নয় ?
A) আপেল
B) শসা
C) কুমড়ো
D) আলু

30) নারকেলের ছোবড়া কোন ধরণের কলা দিয়ে তৈরি?
A) ফ্লোয়েম প্যারেনকাইমা
B) কোলেনকাইমা
C) স্ক্লেরেনকাইমা তন্তু
D) প্যারেনকাইমা

31) কোনটি সম্পূর্ণ পুষ্প
A) কুমড়ো
B) বন তুলসী
C) অপরাজিতা
D) মুক্তঝুরি

32) উদ্ভিদের মধ্যে জল পরিবহন করে কোনটি?
A) জাইলেম
B) ফ্লোয়েম
C) ক্লোরোপ্লাস্ট
D) অ্যারেনকাইমা

33) মূল অথবা কান্ডের অগ্রভাগে বিদ্যমান ভাজক কলা কাকে বলা হয়--
A) আদি ভাজক কলা
B) অগ্রস্ত ভাজক কলা
C) গৌণ ভাজক কলা
D) নিবেশিত ভাজক কলা

34) নিবেশিত মরস্টেম পাওয়া যায় ?
A) পাতার অগ্রভাগে
B) পাতার নিচে
C) ক্রমবর্ধমান কাণ্ডের অগ্রভাগে
D) ক্রমবর্ধমান শিকরের আগ্রমূলে

35) গাছপালায় গ্যাস বিনিময় -এর মাধ্যমে সঞ্চালিত হয়
A) কোলেনকাইমাস
B) স্টোমাটা
C) প্যারেনকাইমা
D) ফ্লেরেনকাইমা

36) প্যারেনকাইমা কোশ বায়ুপূর্ণ হলে তাকে বলে--
A) ক্লোরেনকাইমা
B) এরেনকাইমা
C) প্রসেন কাইমা
D) জাইলেম প্যারেনকাইমা

37) কোনটি অসম্পূর্ণ ফুল?
A) ধুতরা
B) লাউ
C) বক
D) অপরাজিতা

38) এরেনকাইমা দেখা যায়--
A) হাইড্রোফাইট এ
B) হ্যালোফাইট এ
C) জেরোফাইট এ
D) মেসোফাইট এ